কানাইঘাটে প্রবাস যাত্রী সহ দু’জনকে আহত করে নগদ টাকা ও পাসপোর্ট লুট

33

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির বড়চাতল গ্রামে এক সৌদি প্রবাসগামী সহ ২ জনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, একটি দামী মোবাইল সেট, পাসপোর্ট ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বড়চাতল বাকুঁড়ি পূর্ব রাস্তার নতুন মসজিদের পাশে। এ ঘটনায় প্রবাসগামী গুরুতর আহত আরাফাত হোসেন বাদী হয়ে কানাইঘাট থানায় গতকাল শনিবার ৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০/১২ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায় বড়চাতল গ্রামের বিলাল উদ্দিনের পুত্র আরাফাত হোসেন (২৭) গত বৃহস্পতিবার নিজ বাড়ী থেকে রাত ৯টায় সৌদি আরবের ভিসা প্রসেসিং করার জন্য নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, পাসপোর্ট ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে স্থানীয় সড়কের বাজারে মঞ্জিল ট্রাভেলসে যাবার উদ্দেশ্যে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক কাড়াবাল্লা পূর্ব গ্রামের তফজ্জুল আলীর পুত্র আখলিছুর রহমান (২৭) কে সাথে নিয়ে রওয়ানা হন। পথিমধ্যে নতুন মসজিদের সামনে আসা মাত্র টাকা ছিনতাই এর উদ্দেশ্যে তাদের মোটর সাইকেল গতিরোধ করে এলাকার বড়চাতল গ্রামের ছফই মিয়ার পুত্র সমছু মিয়া (৩৬) তার ভাই ফজলু মিয়া (৩২) একই গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুর রহমান (২৮) সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন দুর্বৃত্ত চক্র ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি-সোটা নিয়ে আরাফাত ও আখলিছু রহমানের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের মাথায় ও শরীরের একাধিক স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং মোটর সাইকেলটি ভাংচুর করে সৌদি আরব যাত্রী আরাফাত হোসেনের বিদেশ যাবার ১ লক্ষ ২০ হাজার টাকা পাসপোর্ট, ১টি দামী মোবাইল সহ কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় সিওমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আরাফাত হোসেন ও মোটর সাইকেল চালক আখলিছুর রহমান সিওমেক হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে তাদের স্বজনা জানিয়েছেন। এদিকে প্রবাস যাত্রী সহ ২জন কে আহত করে টাকা লুটপাটের ঘটনায় এলাকায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইননানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।