৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা ॥ জন্মলগ্ন থেকেই বিএনপি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে

30

নেতৃবৃন্দ বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের গণমানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার প্রত্যয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার ৪০ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারের বাকশালী শাসনে ক্ষত-বিক্ষত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেয়ায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রাখা হয়েছে। তারুণের অহংকার দেশনায়ক তারেক রহমানকে রাজনীতির ময়দান থেকে সরাতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফরমায়েসী সাজা প্রদান করা হয়েছে, একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও বিএনপিকে মাইনাস করে একতরফা নির্বাচন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি পুনরায় গদি দখলের সুদূরপ্রসারী ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ রয়েছে। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন।
১ সেপ্টেম্বর শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের আহ্বায়ক ডা: শামীমুর রহমান, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, কোষাধ্যক্ষ ডা: আরিফ আহমদ মোমতাজ রিফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদব বজলুর রহমান ফয়েজ ও হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি