সিলেট-সুনামগঞ্জ সড়ক যানজটমুক্ত করতে গোবিন্দগঞ্জে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

36

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়ক যানজট মুক্ত করার লক্ষ্যে সড়কের উভয় পাশের্^র প্রায় ৫শ” দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত রবিবার বেলা ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মুনাদির আলম চৌধুরি, সহযোগিতায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. দুলন মিয়া। গোবিন্দগঞ্জ ব্রিজের পশ্চিম থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত দু’পাশের্^ এবং রহমতুননেছা মার্কেটের সামন, রিলেশন মার্কেটের সামন, আনছার মার্কেটের সামন, ইতি টেলিকমের সামনের প্রায় ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় হাইওয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিমল চন্দ্র ভৌমিক, জয়কলস হাইওয়ের ইনচার্জ এসআই রুনু মিয়া, ছাতক থানার ওসি অপারেশন কাজি গোলাম মোস্তফা, ওসি তদন্ত আমিনুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এসআই অরূপ সাগর, জয়কলস হাইওয়ে পুলিশের এএসআই শরিফ মাহমুদসহ থানা ও হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল উচ্ছেদ স্থানগুলো পরিদর্শন করেন।