বিমানমন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি পেশ

94

সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এর কাছে সিলেট বিভাগের বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। গত ১০ আগষ্ট সন্ধ্যায় সিলেট নগরীর দরগা গেইটস্থ হোটেল স্টার স্প্যাসিফিকে গণদাবী ফোরামের নেতৃবৃন্দ মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে পেশকৃত উল্লেখযোগ্য দাবী হচ্ছে-সিলেট বিভাগের অধিবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে অবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর দেশী-বিদেশী সকল বিমান চলাচল ও যাতায়াতের জন্য উন্মুক্ত করে সকল আন্তর্জাতিক রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালুর ব্যবস্থা। এছাড়া অন্যান্য দাবীর মধ্যে রয়েছে সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু, সিলেট-ঢাকা রুটে আভ্যন্তরিন ফ্লাইট বৃদ্ধি, দর্শনার্থীদের ব্যবহারের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দর্শনার্থী বিশ্রামাগার নির্মাণ, মৌলভীবাজার জেলার শমসেরনগর বিমান বন্দরকে বিমান চলাচল ও যাতায়াতের জন্য উন্মুক্ত করে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু, সিলেট বিভাগকে পর্যটন অঞ্চল ঘোষণা, পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন ও দেশে-বিদেশে পর্যটন শিল্পে দক্ষ জনবল সরবরাহ ও গড়ে তোলার লক্ষ্যে সিলেট পর্যটন বিশ^বিদ্যালয় স্থাপন, সিলেটে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক ট্রাভেলস এন্ড ট্যুরিজম প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, সিলেট জেলার পর্যটন কেন্দ্র জাফলং, লুভাছড়া, লালাখাল, পাংতুমাই ঝর্ণা, রামা কালেঙ্গা ছড়া, বিছানাকান্দি, রাতারগুল, টিলাগড় ইকোপার্ক, মৌলভীবাজার জেলার পর্যটন কেন্দ্র মাধবকুন্ড, হামহাম ঝর্ণা, হাকালুকি হাওর, হাইল হাওর, কাউয়াদিঘীর হাওর, সাতছড়ি রিজার্ভ ফরেষ্ট, লাউয়াছড়া ইকোপার্ক, বর্ষিজুড়া ইকোপার্ক, মুরাড়িছড়া ইকোপার্ক, সুনামগঞ্জ জেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদী, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া বাংলোসহ সকল পর্যটন স্পর্টকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করে পর্যটকদের যাতায়াত ও নিরাপদ অবস্থানের সুবিধার্থে প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটন মোটেল নির্মাণ, পর্যটন পুলিশের জনবল, যানবাহন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, সকল পর্যটন স্পটে একটি করে পর্যটন পুলিশ বক্স স্থাপন, পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম লাইনে চলাচলকারী সকল আন্তনগর ট্রেনে প্রবাসী ও পর্যটকদের জন্য আসন সংরক্ষণ, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেট রেলওয়ে স্টেশনে প্রবাসী ও পর্যটক হ্যাল্প ডেক্স চালু, পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সড়ক পথ, রেলপথ, নৌপথ ও আকাশ পথে বিশেষ ব্যবস্থা চালু এবং সিলেট বিভাগের সকল পর্যটন স্পটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ, গণদাবী ফোরাম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, রাজনীতিবিদ জাফর আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি