হবিগঞ্জ জেলা কারাগার থেকে দুই হাজতি উধাও!

50

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলা কারাগার থেকে দুই হাজতি নিরুদ্দেশ হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর থেকে কারাগারের কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।
নিরুদ্দেশ হওয়া ওই দুই হাজতির পরিচয় জানা যায়নি। কারা কর্তৃপক্ষও এ ব্যাপারে মুখ খুলছে না।
খবর পেয়ে ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম হবিগঞ্জ কারাগার ছুটে আসেন। বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়েছে। ওই দুই হাজতি কারাগারের ভিতরে কোথায়ও লুকিয়ে রয়েছে নাকি কোনোভাবে পালিয়ে গেছে এ ব্যাপারে নিশ্চিত নয় কারা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে হবিগঞ্জের জেলার শামীম ইকবাল জানান, ‘ছিনতাই মামলার দুই আসামীকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ধারণা তারা কারা অভ্যন্তরের কোথাও লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। আসা করছি পেয়ে যাব। এই মুহূর্তে তাদের নাম ঠিকানা বলা যাচ্ছে না।’
এ ব্যাপারে হবিগঞ্জের জেল সুপার নুরশেদ আহমেদ সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। বিকালে সিলেটের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম কারাগার পরিদর্শন করলেও এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ জানান, ওই দুই কিশোর কারাগার থেকে নিখোঁজ হন। কারা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এখনও এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ লিখিতভাবে কিছু জানায়নি।