শাবিতে দুদিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

12

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব’র উদ্যোগে Reporting, Editing & Anchoring শিরোনামে দুইদিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকরা দর্পণ হিসেবে কাজ করে। আমাদের বিশ^বিদ্যালয় থেকে র‌্যাগিং দূর করার ক্ষেত্রে সাংবাদিকদের অনেক বড় ভূমিকা ছিল। মাদক, জঙ্গিবাদ নিয়ন্ত্রনের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক বড় ভূমিকা পালন করতে হবে।
‘শাবি প্রেসক্লাব’র সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নবনীতা চৌধুরী ও যমুনা টেলিভিশন এর ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন।
এর আগে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রথম সেশনে ‘মফস্বলে অনুসন্ধান’র উপর আলোচনা করেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুুবুর রহমান রিপন। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে ‘উপস্থাপনার ভেতর বাহির’ এর উপর আলোচনা রাখেন জনপ্রিয় সাংবাদিক নবনীতা চৌধুরী।