যেখানেই শেষ সেখানেই শুরু

52

নেছার আহমদ নেছার

মহাশূন্যের সীমাহীন রহস্য
গ্রহ নক্ষত্র চন্দ্র-সূর্য্য তারকারাশি ভুবন মোহন অস্তিত্ব
ভাবতে ভাবতে আপন সত্ত্বার শত অনুভবে ঝড় বয়ে যায়,
সৃজনী শক্তির অভাবনীয় কৌশল
কি জানি স্রষ্টার অস্তিত্ব ভেবে ভেবে
কোন সে সীমাহীন পথে মন চলে যায়
সৌরজগতের অসীম অনুভব
বস্তু জগতের কলাকৌশল মেধা আর চর্চার
উত্তরণ, নতুন নতুন আবিষ্কার আর উদ্ভাবনা
প্রগতির পথে সুখ সমৃদ্ধি প্রতিযোগিতার
পথে পাগল পারা পৃথিবীর মানুষ,
এভাবে চলবে মানুষের জীবন জীবনের জন্যে।

তবুও চিরকাল জড়িয়ে থাকবে সুখ-দুঃখ,
পাওয়া না-পাওয়ার অনুভব
আকাশ আর মাটির ভাবনা।
সাগর মহাসাগর, হ্রদ, পর্বত, বন বনানী
মহাবিস্তীর্ণ অদেখা ভুবন, অজস্র জীব-জন্তুর
বৈচিত্র জীবন জীবনের জন্যে।
অজস্র অনুভব অনুভবের জন্যে
সীমাহীন রহস্য রহস্যের জন্যে
তবুও মানুষ শৃংখলিত স্রষ্টার ইংগিতে
তাই যেখানেই শেষ সেখানেই শুরু।