কর্মী আটকের প্রতিবাদে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আরিফের অবস্থান

52

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পোস্টার সাঁটানোর সময় এক সমর্থককে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে বন্দর বাজার ফাঁড়ির প্রধান ফটকে অবস্থান নেন স্বয়ং আরিফ।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দরবাজার এলাকা থেকে লোকমান নামের ওই সমর্থককে ধরে নিয়ে কোতোয়ালী মডেল থানার বন্দর বাজার ফাঁড়িতে আটকে রাখে পুলিশ।
খবর পেয়ে আরিফুল হক চৌধুরী দলের নেতাকর্মীদের সেখানে আসেন। তিনি তার সমর্থককে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে ফাঁড়ির মূল ফটকে চেয়ার নিয়ে বসে পড়েন। তখন পুলিশ ফাঁড়ির ফটক ভেতর থেকে বন্ধ ছিলো। পরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে পুলিশ আটক লোকমানকে ছেড়ে দিলে তাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আরিফ।
এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।