হবিগঞ্জে এক বছরে ২৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ১১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

39

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে গত এক বছরে ২৯৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের নিকট থেকে মোট ১১ লাখ ২৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ৮৪টি অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময়ের মাঝে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে অভিযোগ দিয়েছেন ৪৯ জন ভোক্তা। এসব অভিযোগের প্রেক্ষিতে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মাঝে ২৯ হাজার ৭৫০ টাকা অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক অবহিতকরণ সভায় এ তথ্য প্রকাশ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। সভায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ক্যাব নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ বক্তৃতা করেন।