তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের ফল প্রকাশ

33

সিলেট বিভাগে বেসরকারী উদ্যোগে গঠিত তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের ২০১৮ সালের হিফজুল কুরআন (তাকমীল) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার বোর্ডের প্রধান কেন্দ্র নগরীর হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসায় দুপুর দুইটায় ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান শায়খ আব্দুস সালাম আল মাদানী ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদ সহ বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হয়।
সিলেট বিভাগের প্রায় অর্ধ শতাধিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান প্রতিবারের ন্যায় এবারও হিফজ তাকমীল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার শতকরা ৯০.১২। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১ জন। এর মধ্যে ১ম, ২য় এবং ৩য় এই তিন বিভাগে মোট ৭২ জন হাফেজে কুরআন কৃতকার্য হন।
সম্মিলিত মেধা তালিকায় নগরীর হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার কৃতি ছাত্র মোঃ ইশতিয়াক আহমদ রোহান প্রথম (রোল নং- দ-০০১০৭২), কানাইঘাট গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার কৃতি ছাত্র জাবের আহমদ দ্বিতীয় (রোল নং- দ-০০১১৪৩) এবং কানাইঘাট মানিকগঞ্জ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার কৃতি ছাত্র মোঃ ফরহাদ আহমদ (রোল নং- দ-০০১০৬৬) তৃতীয় বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
উত্তীর্ণ ছাত্রদের বিভাগ ও রোল নাম্বার ঃ
প্রথম বিভাগ : দ-০০১০৮৭, দ-০০১০৮৩, দ-০০১০৬৮, দ-০০১১০৩, দ-০০১১০০, দ-০০১১৩৭, দ-০০১০৯৫, দ-০০১০৬৩, দ-০০১০৮৫, দ-০০১০৭৯, দ-০০১১০৫, দ-০০১১০৮, দ-০০১০৬৭, দ-০০১০৯০, দ-০০১০৬৪, দ-০০১০৮২, দ-০০১০৮০, দ-০০১১২৮, দ-০০১০৯১, দ-০০১১২৪, দ-০০১০৯২, দ-০০১০৭৪, দ-০০১১১৪, দ-০০১১১১, দ-০০১১০৪, দ-০০১০৯৮, দ-০০১১১০, দ-০০১১০১, দ-০০১০৭১, দ-০০১১৩৮, দ-০০১১৩৩, দ-০০১০৮৬, দ-০০১০৬১, দ-০০১১৩১, দ-০০১০৭০, দ-০০১১০৭, দ-০০১১২৭, দ-০০১০৯৩, দ-০০১০৮১, দ-০০১১৪৫, দ-০০১১১৮, দ-০০১০৭৭, দ-০০১১০৯, দ-০০১০৭৬, দ-০০১০৯৪, দ-০০১১০২, দ-০০১০৯৭, দ-০০১১৩৪, দ-০০১১১৭, দ-০০১১৪০, দ-০০১১২২, দ-০০১১৪২, দ-০০১০৮৪, দ-০০১০৮৮, দ-০০১০৮৯, দ-০০১১২৩।
দ্বিতীয় বিভাগ : দ-০০১০৬৯, দ-০০১১৩৬, দ-০০১১১৬, দ-০০১০৭৩, দ-০০১১১৯, দ-০০১১২৫, দ-০০১১১২, দ-০০১০৭৫, দ-০০১০৬৫, দ-০০১১৪১, দ-০০১১৪৪।
তৃতীয় বিভাগ : দ-০০১১৩২ ও দ-০০১১২৬।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি ও সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে। বিজ্ঞপ্তি