অনাদরে অবজ্ঞায়

69

নেছার আহমদ নেছার

আমি হারিয়ে যেতে চাই-
অনেক সুদূরে যেখানে মানব কোলাহল নেই
আমি হারিয়ে যেতে চাই-
সুদূর গহনকাননে-গভীর বন-বনানীর
বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সীমাহীন নিঝুম নিরবতায়
তোমাদের বন্ধন ছিন্ন করে-
অনেক স্বপ্নময় বাসনা ছুড়ে ফেলে দিয়ে
আমি কঠোর হবো-
একাকী নিঃসঙ্গতায় ব্যাকুল প্রাণে আকুল হবো
অনন্ত প্রিয়ার নিগুঢ় রহস্যের পানে ছুটে যেতে চাই।
আমাকে নষ্ট প্রেম ঢেলে দিও না
আসক্তির প্রগাঢ় কামনা বাসনায় জড়িয়ে রেখনা,
ভোগ বিলাসের অজস্র স্বপ্নে স্বপ্নময় করে।
এই পৃথিবীর নষ্ট চোখে প্রতিদিন
অজস্র চাওয়া পাওয়ার কত ফুল ফুটে;
নির্বাক চোখে চেয়ে থাকা প্রাণে স’য়না-
মনের মুকুরে কোন ফুলেই সুবাস
ছড়ায়নি আমার-
তাই মেকী ফুল ঝরে অনাদরে অবজ্ঞায়।