শিল্পকলার নৃত্য নাট্য চিত্রাঙ্গদা দেখে মুগ্ধ দর্শক

95

মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয় এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ^ নৃত্য দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় নৃত্য উৎসবের। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিকাল সাড়ে ৫টায় একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে নৃত্যের সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। উদ্বোধনী পর্বের প্রারম্ভেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। অনুষ্ঠানে সিলেট জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য গৌতম চক্রবর্ত্তীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ ও সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল-আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কালচারাল অফিসার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী, শিশু একাডেমির প্রাক্তন জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, বিশিষ্ট কবি ও লেখক এ কে শেরাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ম-লীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক প্রণব কান্তি দেব প্রমুখ। উদ্বোধনের পরপরই শান্তনা দেবীর পরিচালনায় ও প্রসেনজিৎ দে শিপলুর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি পরিবেশন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি। পিনপতন নিরবতা ও মুহুর্মহু করতালির মাধ্যমে আগত হলভর্তি দর্শক অভিনন্দিত করেন শিল্পীদের। এরপর একে একে দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্ট, শিল্পাঙ্গণ, ছন্দনৃত্যালয়, প্রাক্তন, সিলেট নৃত্যালয় ও নৃত্যাঞ্জলি সিলেট। সকলের প্রাণবন্ত পরিবেশনা উৎসবে আগত হল ভর্তি দর্শকদের মুগ্ধ করে। বিজ্ঞপ্তি