মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের অবৈধ ও অগঠনতান্ত্রিক নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের আদালতে কারণ দর্শানোর নোটিশ

48

আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য মুন্সিপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবের অবৈধ ও অগঠনতান্ত্রিক নির্বাচন বন্ধের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন। গত ২০/০১/১৫ ইংরেজী তারিখে ইয়ং ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম,এ,লাহিন বাদী হয়ে মাননীয় সিনিয়র সহকারী জজ আদালত সদর মোকদ্দমা নং ১১/২০১৫ ইংরেজী দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত সংশ্লিষ্টদের আগামী ২২/০১/১৫ ইংরেজী তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। এ মামলার বিবাদীরা হচ্ছেন ডা. মহীউদ্দীন আহমদ, মোহাম্মদ আব্দুল মন্নান, আমজদ আলী, আবজাদ হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, মো: শামসুল ইসলাম খোকন, আকতার বাছিত, জাকির হোসেন, কবির হোসেন, রুহুল আমিন। উল্লেখ্য অবৈধ ও অগঠনতান্ত্রিক এ নির্বাচন বন্ধের জন্য ইতিমধ্যে ক্লাবের মূল প্রতিনিধিরা ও এলাকার যুব সমাজের বড় একটি অংশ এর বিপক্ষে অবস্থান নিয়েছে।