ফের ৫.৩ ভূমিকম্প

28

স্টাফ রিপোর্টার :
টানা তৃতীয় দিনের মতো গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের সময় পুরো সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গতকালকে ৫.৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় নগরবাসীর মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসে সবাই। সিলেট আবহাওয়া অফিসের পরিচালক ও আবহাওয়াবীদ সাঈদ আহম চৌধুরী জানান, আজকের ভূমিকম্পের  উৎপত্তিস্থল ভারতের শিলকুড়ি। কেন্দ্রে মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। এর আগে গত শনিবার ও রোববার সারা দেশে ভূমিকম্প অনভূতি হয়েছিল। শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরার পার্শ্ববর্তী লামজুংয়ের ৩৫ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। রবিবার ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিলে নেপালে। নেপালের কোদারি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটা ঢাকা থেকে ৬১০ কিলোমিটার দূরে। ভূমিকম্পরে রিখটার স্কেল মাত্রা ছিল ৬ দশমিক ৬। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।