ব্যবসায়ীরা সংঘবদ্ধ থাকলে চাঁদাবাজরা লেজ গুটিয়ে পালাবে ——আরিফুল হক চৌধুরী

34

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের কোন দল নেই। রাজনীতির উর্দ্ধে থেকে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে। আমরা কোন দল বুঝিনা। আমরা বুঝি ব্যবসায়ীদের অস্তিত্ব। নিজেদের সংগঠনকেই দল মনে করতে হবে। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে কোন চাঁদাবাজের সাধ্য নেই উপশহর এসে চাঁদা দাবি করবে। ব্যবসায়ীরা সংঘবদ্ধ থাকলে চাঁদাবাজরা লেজ গুটিয়ে পালাবে। আপনারা একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ববন্ধন গড়ে তুলুন দেখবেন কোন অপশক্তিই আপনাদের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবেনা।
বুধবার সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি এ.বি শাখার নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম লুলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, স্থানীয় কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সি.ডি ব্লক ব্যবসায়ী সমিতির ইমরুল কয়েছ আলী, আহমদ মিতুল, ই.এফ ব্লক ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সৈয়দ মুহিবুর রহমান মিছলু, আই.জে ব্লক ব্যবসায়ী সমিতির সভাপতি আফজল হোসেন সহ-সভাপতি সোহরাব হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি