জগন্নাথপুরে গাড়ি চালক নিহতের ঘটনায় নারীসহ গ্রেফতার ২

44

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গাড়ি চালক নিহতের ঘটনায় নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাথে চুরি যাওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বিশ্বনাথ উপজেলার মজলিশ ভোগশাইল গ্রামের তুরন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদনগর গ্রামের লোবান মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০)। জানাগেছে, গত ২৮ ফেব্র“য়ারি বিশ্বনাথ উপজেলার মজলিশ ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে অটোরিকশা চালক বিষু মালাকার নিখোঁজ হন। নিখোঁজের ৩ দিন পর ২ মার্চ জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রাম এলাকায় জমিতে হতভাগ্য চালক বিষু মালাকারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। এ ঘটনায় জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলা দায়েরের প্রেক্ষিতে ১৫ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও এসআই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরী নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হতভাগ্য গাড়ি চালক বিষু হত্যাকা-ের সাথে জড়িত নারীসহ ২ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া বিষুর অটোরিকশাটি উদ্ধার করা হয় বলে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী নিশ্চিত করেন।