দারিদ্র্য বিমোচন যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মূলনীতি —–এডভোকেট জুবায়ের

25

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শুধু নামকাওয়াস্তে যাকাত প্রদান নয়, বরং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন করাই যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মূলনীতি।
তিনি গতকাল ৩য় দিনের মতো সিলেট মহানগর জামায়াতের যাকাত ফান্ড থেকে যাকাতসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত যাকাত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াত নেতা শামীম আহমদ, মু. আনোয়ার আলী, মাওলানা মাসুক আহমদ ও মাওলানা ফয়জুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি