পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন ——- মেয়র আরিফুল হক

31

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিসিকের পক্ষ থেকে কার্যক্রম অব্যহত রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা একা সিসিকের পক্ষে সম্ভব নয়। তাই ঐতিহ্যবাহী হাসান মার্কেট ব্যবসায়ী সহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। তিনি আরো বলেন, হাসান মার্কেটের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মার্কেটের ভেতরের ড্রেন পুননির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। সুন্দর নগরী গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
মেয়র আরিফ ৩ মার্চ শনিবার দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী হাসান মার্কেটের সামন পরিদর্শন ও মতবিনিময় কালে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথাগুলো বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, সিনিয়র সদস্য এমদাদ হোসেন মুর্শেদ, শামীম খান, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন সোহেল, ব্যবসায়ী আজিজুল মকসুদ তালহা, মঈন উদ্দিন, দেওয়ান আকদ্দছ খান, লোকমান হোসেন, মিজানুর রহমান, কিশোর চৌধুরী, মোঃ শের আলী, মোঃ সাদির মিয়া, মোঃ মজনু মিয়া, বিজয় দে, এমরান আহমদ, হারুন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। বিজ্ঞপ্তি