সোনাতলায় শিক্ষার্থী ও অভিভাবকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

36

Untitled-1 copyহরতলীর সোনাতলায় গতকাল বিকেলে শাহজালাল লতিফিয়া আইডিয়াল একাডেমির শিশু শিক্ষার্থী ও তার পিতার উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার গ্রাম্য বিরোধের জের ধরে লতিফিয়া আইডিয়াল একাডেমির মেধাবী ছাত্র তৌহিদুল ইসলাম মাহিদ তার পিতা ব্যবসায়ী আব্দুস সালামের সাথে ছুটি শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে হামলার শিকার হয়। এ সময় শিক্ষার্থী ও তার পিতা গুরুতর আহত হন। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজ সন্তানকে নিয়ে বাড়ী ফেরার পথে সন্তানসহ পিতার উপর হামলার ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন। গতকাল একাডেমির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা বলেন, একটি সন্তান সবচেয়ে নিরাপদ তার বাবার কোলে। আর সেই সন্তান যখন বাবার কোলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফিরছিলো তখন পিতাসহ তার উপর হামলা চালানো হলো। এটা সভ্যতার যুগে বর্বরতা ছাড়া আর কিছুই নয়। এর বিচার না হলে সন্তানদের নিয়ে প্রতিষ্ঠানে আসতে নিরাপদ বোধ করবেন না অভিভাবকরা। বিমুখ হবেন সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে। এজন্য ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এর  সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি