শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলা উদ্বোধন

28

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হব।’ এই শে¬াগানকে ধারণ করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উদ্বোধন হয়েছে শিক্ষা মেলার। শনিবার দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল মাঠে দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। মেলায় ৪৪টি স্টলে বসে এবং বিভিন্ন বিষয়ের উপর দুই সহস্রাধিক প্রজেক্ট উপস্থাপন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শিক্ষায় তথ্য-প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বর্তমান সরকার উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও শিক্ষাক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। শিক্ষার প্রচলিত ধারার শিখন-শেখানো পদ্ধতির পরিবর্তে শিখন-শেখানো পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে। শ্রেণি কার্যক্রমে অন্যান্য শিক্ষা উপকরণের মতো প্রযুক্তিকেও একটি শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে। যার কারণে দেশ আজ অনেক এগিয়ে যাচ্ছে। এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খুরশীদ আলমের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক। পরে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।