বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ডাকাত গ্রেফতার

26

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজার থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলা বাঙ্গালহুদা এলাকা থেকে ডাকাত সদস্য আলালকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গালহুদার সাদিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ ডাকাতি, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে।
বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হকের নেতৃত্বে এসআই সুরঞ্জিত কুমার সঙ্গীয় ও এসআই মহসিনসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আলাল আহমদকে (২৫) গ্রেফতার করেন। গোপন সংবাদে নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাঙ্গালহুদার সাদিমাপুর এলাকার আনফর আলীর পুত্র।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, গ্রেফতারকৃত আলালের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় (মামলা নং-০৮, তারিখ-১০/০৮/২০১৭খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ) গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে সিলেট এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে।
তিনি আরোও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।