শাহ আরফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে ৩০ লাখ টাকার মালামাল ধ্বংস

12

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় ট্রাস্কফোর্সের অভিযানে ১৭ টি শ্যালো মেশিন, ৬ টি ট্রাক্টর, ৪ হাজার ফুট পাইপ, ৫ শত লিটার তেলসহ অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার শাহ-আরফিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়, পরে টিলায় স্থাপিত মেশিন, পাইপ ও আনুষাঙ্গিক মালামাল ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দূপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে ধ্বংসকৃত মালামালের মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।