শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবককে এগিয়ে আসতে হবে ——————– আল্লামা শফিকুর রহমান

43

নুরে মদীনা ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নূরে মদীনা জামে মসজিদ লন্ডনের সম্মানিত খতিব, আল্লামা আলহাজ শফিকুর রহমান বিপ্লবী বলেছেন, যে জাতি যত শিক্ষিত ততউন্নত, তাই আমাদের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি গত ১৬ ফেব্র“য়ারি শুক্রবার বিয়ানীবাজার উপজেলার দাসউড়া বাজার সদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সদরপুর প্রীতিবন্ধন সমাজ কল্যাণ সমিতির বৃত্তি ও পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমিতির সভাপতি মোঃ দুদু মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল বাছিতের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলিমে দ্বীন উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার, সহকারী শিক্ষক মাসুম মিয়া, আশরাফ আলম, আশিকুর রহমান প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি