শ্রীমঙ্গলে চা বাগান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার

9
শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাট চা বাগান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরের শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এ এ সময় পুলিশের অভিযানের খবর টের পেয়ে মদ তৈরীর কারিগররা পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের লেবার লাইনের পাশাপাশি (নাচ ঘরের পাশে) লালন চাষা, রঞ্জিত ভৌমিজ ও সস্তোষ তাঁতী’র বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় তারা পুলিশের অভিযানের টের পালিয়ে যায়। পরে তিন ঘরের বিভিন্ন কক্ষে তল্লাসী করে বিপুল পরিমান মদ তৈরির চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় সাড়ে ৭শ লিটার।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।