আজ বিশ্ব বেতার দিবস

34

আজ বিশ^ বেতার দিবস। সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ ক্রীড়াঙ্গনে বেতার’। এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। র‌্যালীটি সকাল ৯টায় মিরের ময়দানস্থ বেতার ভবন প্রাঙ্গণ হতে শুরু হয়ে রিকাবী বাজার কবি নজরুল চত্বর হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হবে।
র‌্যালীতে বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী কলাকুশলী, বিভিন্ন বেতার শ্রোতাক্লাবসহ সিলেটের সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ র‌্যালীতে অংশ নিবেন। বিজ্ঞপ্তি