হবিগঞ্জে বিএনপির ৮শ’ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের পাঁচটি মামলা

16

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হবিগঞ্জে হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের ১৮৫ নেতাকর্মীদের নাম উল্লেখ করে প্রায় ৮০০ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে চারটি থানায় এ মামলাগুলো দায়ের করেন।
এর মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় দুটি মামলার একটিতে ১৫০ জনকে এবং অন্যটিতে ১৫৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া শায়েস্তাগঞ্জ থানায় ভাঙচুর ও হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা, বানিয়াচং থানায় একই অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে এবং লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং জনগণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।