প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্র মজলিসের কাজ জোরদার করতে হবে – আল্লামা হাবিবুর রহমান

144

বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান বলেন, ১৯৯০ সালের ৫ জানুয়ারী উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাত্র সমাজের নৈতিক চরিত্র গঠন ও যোগ্য নেতৃত্ব গঠনে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাই ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে অস্ত্রবাজী, চাঁদাবাজী, তদবিরবাজী, খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ইভটিজিং চলছে। রাজপথে অহরহ লাশ পড়ছে। ছাত্র রাজনীতিকে রাজনীতিবিদরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর বিপরীতে ছাত্র মজলিস আদর্শ ছাত্র রাজনীতি উপহার দিয়েছে। তাই কলুষ মুক্ত ও শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মজলিসের কাজকে আরো জোরদার করতে হবে।
১১ জানুয়ারী বৃহস্পতিবার সিলেট রেজিষ্ট্রারী মাঠে সংগঠনের সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি তারিক বিন হাবিবের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মু. রশীদ মুশতাক, পশ্চিম জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন ও পূর্ব জেলা সেক্রেটারী নোমান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মো: রহমত আলী, পশ্চিম জেলা সভাপতি আল মাহমুদ আতিক ও পূর্ব জেলা সভাপতি আশিকুর রহমান জাকারিয়ার শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুছা, মুফতি নূর মোহাম্মদ আজিজি, মুফতি আব্দুর রহীম সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এম. সুহাইল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক সৈয়দ ফেদাউল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি সালাউদ্দিন সাকি, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী জাহাঙ্গীর বিন হারুন, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান জামাল, জামেয়া মাদানিয়া শাখার সভাপতি নূর আহমদ সুমন, সিলেট পশ্চিম জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, জামেয়া মাদানিয়া শাখা সেক্রেটারী ইকরামুল হক জুনাইদ, সিলেট পশ্চিম জেলা ছাত্র কল্যাণ সম্পাদক তারেক আহমদ, পশ্চিম জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সিলেট আলীয়া মাদ্রাসা শাখা সভাপতি ফরিদ আহমদ, শাহপরাণ থানা শাখা সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, জামেয়া মাদানিয়া শাখা বায়তুল মাল সম্পাদক আবু তাহের, আব্দুল্লাহ আল মনসুর, মাহমুদুল হাসান সুহেল, আহবাবুর রহমান, আবু বকর মুন্না, সাইদুল ইসলাম সাঈদ, আইনুল ইসলাম, মাহফুজ হোসাইন, নূরে আলম সিদ্দিকী, জালাল আহমদ, ছালিম আহমদ, শাকির নয়ন, ইকবাল মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি