শেখ হাসিনার সরকার কথায় নয় কাজে বিশ্বাসী – শিক্ষামন্ত্রী নাহিদ এমপি

85

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দেশের শিক্ষাথী সংখ্যা গত ৮ বছরে সাড়ে ৩ গুণ, আর শুধু সিলেটেই বেড়েছে ৪ গুণ। স্কাউট মানুষকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে স্কাউট আন্দোলনকে আরো বেগবান করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ৫ম আঞ্চলিক স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট অঞ্চলের সভাপতি মধ্যিমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া তাপাদারের সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ স.ব.ম দানিয়াল ও আঞ্চলিক উপ কমিশনার প্রমথ সরকারের যৌথ পরিচালনায় শিক্ষামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার কথায় নয় উন্নয়নে বিশ্বাসী। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসাসহ তথ্য প্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের প্রথম দিনে বিনা মূল্যে বই তুলে দিয়ে সরকার শিক্ষার পরিবেশ কে আরো গতিশীল করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকার ২০২১ সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। আজ আমরা সেই লক্ষ্যমাত্র অর্জনের ধারপ্রান্তে এসে উপনীত হয়েছি। স্কাউটার ইব্রাহীম আল সাঈদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক সম্পাদক মোঃ মহিউল ইসলাম (মুমিত), প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) আতিকুর রহমান রিপন, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস, সমাবেশ সাংগঠনিক কমিটির সভাপতি ও আঞ্চলিক সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধূরী, সমাবেশ প্রধান ও আঞ্চলিক স্কাউটস কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, আঞ্চলিক সহ-সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধূরী, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী, স্কাউট আঞ্চলিক উপ-কমিশনার প্রোগ্রাম ডা. সিরাজুল ইসলাম, এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুল কালাম চৌধুরী, ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সুজা মোহাম্মদ জাকারিয়া, সিলেট আঞ্চলিক স্কাউটের খাদ্য ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, গোলাপগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী সেলিম হাসান কাওছার,দৈনিক সিলেট বাণীর গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ,উত্তরপূর্বেরে গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম,জেলা যুবলীগ নেতা জাফরান জামিল, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আবু সুফিয়ান আজম, বাদেপাশা ইউপি যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলী প্রমুখ।