পুঁটির দেশে

9

আশরাফ আলী চারু

ছড়ার দেশে এক ছিলো যে
নীল রঙা এক পুঁটি
লাল ফিতাতে প্রতিদিনই
সে বাঁধিতো ঝুঁটি।

স্বচ্ছ জলের আয়না দেখে
স্নো মাখিতো মুখে
মাশকারা বা সুরমা দিতো
নিয়মিত সে চোখে।

হটাৎ সেথায় লালপুঁটিরা
আসলো দলেবলে
ছড়ার দেশের পুঁটির সাথে
জুড়লো নানা ছলে।

বন্ধু হলো ঝাঁকবাদিলো
ঘুরতে গেলো পাড়া
লাল পুঁটিরা বাঁচল বটে
নীল পুটির কাম সারা।