দেনমোহর

35

আইরিন আসাদ

আমাকে তুমি ভালোবাসলে,
আমাকে তোমার সারা দিন-রাত ভালোবাসি বলতে হবেনা।
শুধু ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোনোর আগে বললেই হলো,আমি তোমাকে অনেক ভালোবাসি।

আমাকে তুমি ভালোবাসলে,
তোমার অন্যদের মতো পকেট খালি হবে না।
তুমি আমাকে এক ঠোংগা বাদাম আর ফেরী করা লাল চা পার্কের কোন বেনর্চ্চে বসিয়ে খাওয়ালেই আমার পাঁচতার হোটেলে বসে খাবারের চাইতেও ভালো লাগবে।

আমাকে ভালোবাসলে,
তোমার আমার মন পাওয়ার জন্য অনেক দামী গহনা, শাড়ী, বাড়ী, গাড়ী দিতে হবে না,
সন্ধ্যায় বাসায় ফেরার পথে, রাস্তের পাশে দাঁড়িয়ে ছেলে মেয়েরা হাতে নিয়ে মালা বিক্রি করে তাদের থেকে একটি মালা আর এক মুঠো বাহারী রেশমী চুড়ি কিনে আনলেই আমার সব পাওয়া হয়ে যাবে।

আমাকে তুমি,
ভালোবাসা দেখানোর জন্য বিয়ের পর বহু টাকা ব্যয় করে দূর দেশে নিতে হবে না তোমার
আমাকে কোন নদীর পারে, কাশফুলের বাগানে কিংবা কোন অরণ্যে নিয়ে গেলেই পৃথিবীর সব জায়গা দেখা হয়ে যাবে তোমার পাশে থেকে তোমার চোখের দিকে তাকিয়ে।

আমাকে ভালোবাসলে,
তোমাকে কোন চিন্তা করতে হবে না দেনমোহর নিয়ে,
আমাকে তুমি শুধু ইসলামী আইন মোতাবেগ নগদ পকেটে যা থাকে তা বের করে দিলেই হবে, হোক না তা পয়সা তা আমার কাছে মনে হবে কোটি টাকার সমতুল্য।

আমাকে ভালোবাসলে,
আমি অসুস্থ হলে নামকরা কোন হাসতালে ঘুরতে হবে না আমায় নিয়ে তোমাকে,
তুমি শুধু আমার পাশে বসে মাথায় হাতটা রেখ আমার সব অসুখ চলে যাবে এর চাইতে সুখ আর কি হতে পারে।

আমাকে ভালোবাসলে,
তোমার ভালোবাসা ছারা আর কিছুই দরকার হবে না
আর তাই আমাকে একটু ভালোবেসো তোমার মনের গভীর থেকে,
এখানকার দিনে একজনের বহু ভালোবাসার মাঝে তুমি আমার মতো পাগলীর ভালবাসাকে অবজ্ঞা করনা আর তাই আমাকে একটু ভালোবাসো তুমি।