৫১ বলে ৯৯ করেও দলকে জেতাতে পারেননি স্টয়নিস

47

স্পোর্টস ডেস্ক :
বিগ ব্যাশ লিগের ম্যাচে ৫১ বল খেলে ৯৯ রান করেও দলকে জেতাতে পারেননি মার্কাস স্টয়নিস। ব্রিসবেন হিটের কাছে তার দল মেলবোর্ন স্টার্স হেরেছে ১৫ রানে। ৯৯ রান করার পথে ছয়টি চার ও ছয়টি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস। তিনি শুধু ব্যাটিংয়েই ভালো করেননি। বল হাতেও তিনটি উইকেট নেন তিনি। দল হেরে গেলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন স্টয়নিস।
বুধবার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৬ রান করে ব্রিসবেন হিট। দলের পক্ষে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম ৪০, জো বার্নস ৫০, আলেক্স রস ৫১ ও বেন কাটিং ৩৫ রান করেন। মেলবোর্ন স্টার্সের পক্ষে মাইকেল বিয়ার ২টি, স্কট বোল্যান্ড ১টি ও মার্কাস স্টয়নিস ৩টি করে উইকেট নেন।
পরে মেলবোর্ন স্টার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মার্কাস স্টয়নিস ৯৯ রান করে আউট হন। আর ৪৭ রান করে অপরাজিত থাকেন জেমস ফকনার। ব্রিসবেন হিটের পক্ষে জস লালর ১টি, মার্ক স্টিকিটি ১টি, ব্রেন্ডন ডগেট ১টি ও শাদব খান ২টি করে উইকেট নেন।