মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজি অটোরিক্সা ভাংচুর

22

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের সময় একটি প্রাইভেটকার ও সিএনজি চালিত দু’টি অটোরিক্সা ভাংচুর  করেছে বিএনপি নেতাকর্মীরা।
গতকাল ৯ ফেব্রয়ারী সোমবার দুপুর ১ টার দিকে শহরের পুরাতন হাসপাতাল রোড ও এম সাইফুর রহমান রোডে এ ভাংচুরের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের শাহ মোস্তফা রোড থেকে একটি মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান রোডে এসে শেষ হয়। মিছিলটি শেষ হওয়ার পর পুরাতন হাসপাতাল রোডে (ঢাকা মেট্রো- ১১-৩৩২৫) একটি প্রাইভেটকার ও এম সাইফুর রহমান সড়কে নম্বরবিহীন দু’টি অটোরিক্সা ভাংচুর করে।
এ সময় অটোরিক্সার এক চালক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুস সালেক জানান, ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।