পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন বৃহস্পতিবার ॥ আলিয়া মাঠে মাহফিল সফলে ব্যাপক প্রস্তুতি

87

প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যেগে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ৩ তিন দিনব্যাপী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেটের সবচেয়ে বড় ইসলামী ওয়াজ মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিদিন সকাল ও রাতে বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি আগামী বৃহস্পতিবার সিলেট আসছেন। মাহফিলে প্রধান মেহমান হিসাবে ৮ই ডিসেম্বর বাদ এশা বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দ (ভারত) মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী। এছাড়াও প্রতিদিন দেশবরেণ্য উলামায়েকেরাম বয়ান পেশ করবেন।
মহাফিল সফলের জন্য পোস্টার, লিফলেট, ব্যানার ফেস্টুন তোরণ নির্মাণ এবং শহরের সকল ইমামদের দাওয়াত ও তাদের মাধ্যমে সকল মুসুল্লীদের দাওয়াত এর ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সেচ্ছাসেবক ও মহিলাদের ওয়াজ শোনার জন্য পর্দার সাথে বিশেষ ব্যবস্থা এবং বাথরুম ও অজুর ব্যাবস্থা সহ মাঠের পূর্ব পাশে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা এবং মাঠ জুড়ে বিশাল প্যান্ডেলসহ সব ধরনের ব্যাপক প্রস্তুতি চলছে। এতে সিলেটের সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়াও পওয়া গেছে সবকিছু ঠিক-ঠাক থকলে আল্লাহপাকের মেহেরবানীতে বৃহস্পতিবার বাদ আছর পীর সাহেব চরমোনাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে মহফিল শুরু করবেন। এদিকে ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে আগামী ৯ ডিসেম্বর শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে ইসলামী আন্দোলন সিলেট বিভাগের উদ্যোগে এক বিশাল মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। তাই মহাসমাবেশ ও মাহফিল সফলের জন্য সিলেটের প্রশাসন সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক বুদ্ধিজীবী সহ সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের সমন্বয়কারী নর্থইষ্ট মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। বিজ্ঞপ্তি