সুখ পালালো সেই

7

সাহেব মাহমুদ :

বটবৃক্ষের ছায়া ছিল
সোহাগ মাখা হাত,
জোছনা ভেজা চাঁদ যে ছিল
আসলে আঁধার রাত।

চাওয়া-পাওয়া শূন্য ছিল
পূর্ণ ছিল বুক,
আঁজলা ভরে দিত এনে
অনেক আদর- সুখ।

চলতে গেলে টলতো যে পা
তাও ছিলো না ভয়,
সাহস দিত চলরে খোকা!
ভয়কে করে জয়।

ভাবছি বসে হিসেব কসে
মেলে না যোগ ফল,
ফুটে না আর মনের বনে
সুখের শতদল।

হঠাৎ একদিন বললো মায়ে
তোর বাবা আর নেই,
দু’চোখ থেকে ঝরছে পানি
সুখ পালালো সেই।