গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

59

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট শাখার উদ্যোগে বুধবার সকাল ১০ টায় রজিস্ট্রারী মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর শুরুতে বেলুন উড়িয়ে ও সূচনা বক্তব্যের মধ্যে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রারী মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস ছবুরের পরিচালনায় র‌্যালী পরবর্তী সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সিলেট শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রফিক উদ্দিন আহমদ। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা প্রতিপাদ্য বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইয়াছিন ইকরাম, প্রকৌশলী মোঃ জহির উদ্দিন, পিডিবি ডিপ্রকৌস সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, আইডিইবি সিলেট জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নূরুল মজিদ চৌধুরী, টিসিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ কাজী কামরুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রউফ, আইডিবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ, প্রকৌশলী মোঃ নজরুল হোসেন, শিক্ষার্থী মোবারক আলী প্রমুখ। বিজ্ঞপ্তি