শহীদ মিনারের সামনে মানববন্ধন ১২ নভেম্বর ॥ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সিলেটের কর্মবিরতি অব্যাহত

55

সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার নিমিত্তে প্রধানমন্ত্রীর আদেশ এবং হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রথম ধাপের চতুর্থ দিন বুধবার সকালে জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের উদ্যোগে নগরীর চৌহাট্টস্থ সড়ক ভবন প্রাঙ্গণে কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করেন। এই উপলক্ষে বিক্ষোভ, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের সভাপতি মোঃ এজাজ আহমদ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক ইলিয়াছি’র পরিচালনায় কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ রুস্তম খান, সহ সভাপতি হাজী মোঃ মফিজুর রহমান, এ.বি.এম বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুর রহমান শাহীন, মোঃ হুমায়ুন কবির, সদস্য মোতাহের হোসেন, শামছুল হক, শামছুল আলম, আমজাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি