সরকার মিথ্যার প্রাসাদ গড়ে সত্যকে ঢাকতে চায় – এডভোকেট মাওলানা রশীদ আহমদ

64

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা এডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাঁর হাত ধরেই এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়। কিন্তু এই ইতিহাসকে বিকৃত বা সম্পূর্ণ পরিবর্তন করার অপচেষ্টা চলছে। বর্তমান অনির্বাচিত সরকার মিথ্যার প্রাসাদ গড়ে সত্যকে ঢাকতে চায়।
মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এডভোকেট মাওলানা রশীদ আহমদ আরও বলেন, স্বৈরাচারের বুটের তলায় ইতিহাস কখনোই পিষ্ট হয় না। ইতিহাস কারো গোলামী করে না। ইতিহাস কাল থেকে মহাকালে তার আপন গতিতে চলে। কোন পরাধীনতা ইতিহাসকে গ্রাস করতে পারে না। ইতিহাস কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। আমাদেরকে সত্য কথা, সত্য তথ্য জানতেই হবে। এটাও আমাদের মৌলিক মানবাধিকার। তিনি বর্তমান স্বৈর শাসকের কবল থেকে দেশকে রক্ষা করতে সকল বেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
স্থানীয় সানরাইজ কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ওলামাদল গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ।
পৌর ওলামা দলের সভাপতি আব্দুল বাছিত সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব শরীফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন নাজিম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম। বক্তব্য দেন, ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, ফজল আহমদ, আশরাফুল ইসলাম বাদল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মছরু আহমদ, অর্থ সম্পাদক শেখ শুয়াইবুর রহমান মিজু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন আহমদ রিপন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ছুরাব আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, উপজেলা বিএনপির সদস্য রেহান আহমদ, জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, সহ-মানবাধিকার সম্পাদক রাসেল আহমদ, সদস্য ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, যুবদল নেতা লায়েছ আহমদ, আবুল কাহের, জাকের আহমদ, বাবুল আহমদ, লিপন আহমদ, জেলা তরুণ প্রজন্মদলের সভাপতি এসএম লালা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন জাকির খান, ছাত্রদল নেতা বাছিতুর রহমান বাছিত, হানিফ আহমদ, ছালিম আহমদ, রাজিব আহমদ, আব্দুর রহমান, শিমুল, নাজিম, জুবের প্রমূখসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, ওলামাদল, তরুণ প্রজন্মদলের তৃণমূল নেতাকর্মী। বিজ্ঞপ্তি