ছাতকের পীরপুরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ২০

26

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পীরপুরে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষে প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার পীরপুর বাজারে পীরপুর গ্রামের আক্তার হোসেন ও জাহাঙ্গির কাছে পাওনা টাকা চাইতে গিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা হোসন আলীসহ স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক নিষ্পত্তি করে দেন। বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা হোসন আলী ও তার ছেলে মাহবুবুর রহমান নয়ন স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে পীরপুর গ্রামের সেলিম আহমদ ও আব্দুল আলি গংদের নেতৃত্বে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা হোসন আলী ও তার পুত্রকে আহত করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ উভয়পক্ষে ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মধ্যস্থকারী মুক্তিযোদ্ধা হোসন আলী (৬২), আব্দুর রহিম (৫৩), নয়ন (১৮), সাইদুল ইসলাম, জমির উদ্দিন, সাজু মিয়া, সুলতানা বেগম, সিরাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।