কমলগঞ্জে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

33

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গীতাপাঠ ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শ্রেষ্ঠ পূজামন্ডপকে ক্রেষ্ট প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড: মৃত্যুঞ্জয় ধর (ভোলা)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এড: পীযুস কান্তি সেন, সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, মৌলভীবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার রাজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ডা: শ্যামসুন্দর গোস্বামী। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, ইউনিয়ন পূজা উদযান পরিষদের নেতা শংকর চন্দ্র দেবনাথ, কালীপদ দেব, মন্ডপ কমিটির পক্ষে শিক্ষাবিদ অপূর্ব নারায়ণ প্রমুখ।