ওয়ান ইলেভেনে আমার প্রতি অবিচার করা হয়েছিল – মেয়র আরিফুল হক

66

File0153বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের অভিষেক অনুষ্ঠান গতকাল নগরীর হোটেল নির্ভানা ইন এ অনুষ্ঠিত হয়।
মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সভাপতি তাহমিন আহমদ তাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় গভর্ণর ড. আর কে ধর, মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ শিমুল, সিলেট জেলা নির্বাহী সভাপতি তপন মিত্র, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সিলেট মহানগরের নির্বাহী সভাপতি মো. আব্দুল মন্নান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির ধর্ম সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সকল সদস্যকে পরিচয়পর্ব শেষে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ শিমুল, সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী, আব্দুল ওয়াহাব জোয়ারদার, শাহাব উদ্দিন, গুলজার আহমদ, আকরার বখত মজুমদার, গিয়াস উদ্দিন সরকার, ফখরুল আলম তালুকদার, এড. তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, আব্দুছ ছামাদ তুহেল, সাজন আহমদ সাজু, আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. রুস্তম মাসুদ, মির্জা এম কামরুল ইসলাম, জুম্মান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবুল বশর সাকু, মাহবুব খান, আখতার হোসেন, জুমেল আহমদ, দিলিপ দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া, শিপন আমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট টি.এম.মুহী উদ্দিন মাহিদ, এডভোকেট মো. রব নেওয়াজ রানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মির্জা ফুয়াদ হাসান আওলাদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক পরিমল পাল, সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা রিনা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দেব দুলাল দে, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চুনু, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল কান্তি দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রথীন্দ্র মালাকার, কার্যনির্বাহী সদস্য মনসুর আহমদ, ইসমাইল আলী টিপু, জাহিদ আহমদ, নাজিব আহমদ অপু, রায়হান আহমদ, গিয়াস উদ্দিন, নওশাদ আহমদ, শেখ শামীম হাসান, আহমদ হোসেন খান, তাহের আহমদ, মাসুম আহমদ, আহমেদ মাহবুব, আব্দুল মুনিম, নাবিল বিন মোহাম্মদ মিজান চৌধুরী, মো. কবির আহমদ, নুরুল ইসলাম রাসেল, নাজিম উদ্দিন, সালেহ আহমদ, আবুল কালাম, আব্দুল মুকিত, মো. মঈনুল ইসলাম, মো. তরিকুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিককালে বিশ্বের প্রায় সব জায়গাতেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি ওয়ান ইলেভের নিজের প্রতি অবিচারের কথা উল্লেখ করে বলেন, তৎকালীন সময় আমার ক্ষেত্রেও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দরা মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন এবং তার পক্ষ থেকে নবগঠিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, তিনিও মানবাধিকার রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তার সাথে এই কমিটিও একাত্ম হয়ে মানবাধিকার রক্ষায় কাজ করবে। বিজ্ঞপ্তি