লাখাইয়ে দুই ইউপি সদস্যের বিরোধে একজন নিহত

9

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের (মেম্বার) বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের লাখাই ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জহিরুল ইসলাম (২৬) লাখাই উপজেলার ল²ীপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ল²ীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান এবং বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (২৬ এপ্রিল) উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা সকালে টেঁটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত জহিরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের লাখাই ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক মেম্বার মুজিবুর রহমান এবং বর্তমান মেম্বার হিরা মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাধবপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এম ইসতিয়াক মামুন বলেন, জহিরুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।