সিলেটে আজ-কাল

81

রোটারী ক্লাব সিলেট প্রিমিয়ার : রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের ৫তম অভিষেক অনুষ্ঠান আজ ১৩ sylhet-division-mapঅক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ভানা ইন হোটেলের হল রুমে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮০-এর প্রাক্তন গভর্ণর মোস্তফা জামান আব্বাসী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ (২০১৭-১৮) এর গভর্ণর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮২ ড. মঞ্জুরুল হক চৌধুরী, সদ্য প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮২ শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনী ৩২৮২ লে. কর্ণেল এম. আতাউর রহমান পীর প্রমুখ। উক্ত অভিষেক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য প্রোগ্রাম চেয়ারম্যান রোটাঃ পি.পি মোঃ ছালিক উদ্দিন, ক্লাব সভাপতি রোটাঃ ইঞ্জিঃ আংশুমান ভট্টাচার্য্য রাখু এবং ক্লাব সেক্রেটারী রোটাঃ মোহাম্মদ ছাদ উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ : মদনমোহন কলেজ সাহিত্যপরিষদের উদ্যোগে এক কর্মশালা ও লেখক আড্ডার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম। সিলেটের শতমনীষার জীবনী সিরিজ প্রকল্পের পরিচালক ও মদনমোহন কলেজ সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ-র সভাপতিত্বে কর্মশালার দ্বিতীয় কর্ম-অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। এ অধিবেশনে জীবনী সিরিজ প্রকল্পের কর্মকৌশল নিরূপণ বিষয়ে সিলেট বিভাগের লেখক প্রতিনিধিগণ তাদের সুচিন্তিত মতামত উপস্থাপন করবেন। উল্লেখ্য যে, জীবনী সিরিজ প্রকল্পের একেকজন মনীষার পৃথক একেকটি গ্রন্থ প্রণয়নের রূপরেখা চূড়ান্ত করা হবে।
তৃতীয় অধিবেশন লেখক আড্ডা। এর প্রতিপাদ্য বিষয় ‘অঞ্চলসাধনা : ভবিষ্যৎ সিলেটের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি।’ এ বিষয়ের ধারণাসূত্র উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জফির সেতু।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট লেখকদের যথাসময়ে উপস্থিত থাকতে মদনমোহন কলেজ সাহিত্য পরিষদ সম্পাদক ও প্রকল্পের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি