সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর বিএনপি ॥ সমাবেশ করার এখনো প্রশাসনের অনুমতি মিলেনি

19
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

স্টাফ রিপোর্টার :
সিলেটে বিভাগীয় সমাবেশ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, তবে এখনো প্রশাসনের অনুমতি পায়নি বিএনপি। প্রতিদিন প্রশাসনের কাছে ধরনা দিয়েও ইতিবাচক কোন ইঙ্গিত মিলছে না। এমনকি এসএমপির শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করারও সযযোগ দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। রবিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। তবে বিএনপির কর্মীরা সিলেট নগরীর রেজিষ্ট্রারি মাঠে সমাবেশ করার জন্য প্রস্তুত বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় রেজিষ্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশকে সফল করতে এবং বর্তমান সরকারের হাত থেকে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে সমাবেশে যোগ দেয়ার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে পাঠানটুলা এলাকায় প্রচারপত্র বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন সহ নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বলা হয় দুর্নীতির তকমা দিয়ে ষড়যন্ত্রমূলক মামলায় রায় দিয়ে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ আজ দেশে দুর্নীতির মহোৎসব চলছে। নেতাদের ঘরে ঘরে মিলছে কোটি কোটি টাকা। সরকার সে দিকে খেয়াল না করে বিরোধীমতকে গলাটিপে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লিখিত বক্তব্যে আরো বলা হয় আগামী ২৪ সেপ্টেম্বরের সিলেটের সমাবেশ দেশও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। দেশের বিভাগীয় শহরগুলোতে চলছে সমাবেশের প্রস্তুতি। অভিযোগ করা হয়,সমাবেশের সময় ঘনিয়ে এলেও প্রশাসন অনুমতি দেয়া নিয়ে নানা টালবাহানা করছে। আসন্ন সমাবেশ সকল বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জনসমুদ্রে পরিনত হবে বলে প্রত্যাশা করেন বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপির সাবেক জেলা সভাপতি এডভোকেট নূরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী প্রমুখ।
জেলা ও মহানগর বিএনপি : ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি জরুরী আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিভাগীয় সমাবেশস্থল রেজিষ্টারী মাঠের আশে পাশে কোন ব্যক্তির নামে কোন ধরনের পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড টাঙ্গানো থেকে বিরত থাকবেন। যে বা যারা ইতিমধ্যে সমাবেশ স্থলের আশে পাশে এমন পোষ্টার, ব্যানার বিলবোর্ড টাঙ্গিয়েছেন তাদেরকে নিজ দায়িত্বে তা সরিয়ে ফেলার আহ্বান জানানো হলো। সমাবেশের শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্যও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
মহানগর বিএনপি : বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন বলেছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রেজিষ্ট্রারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স¦ার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে। রেজিষ্ট্রারী মাঠের সমাবেশ সফলের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দিবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সিলেটবাসী ঐক্যবদ্ধ।
তিনি রবিবার নগরীর পাঠানটুলা এলাকায় ২৪ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিভিন্ন পয়েন্ট, দোকান ও জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রচারপত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সৈয়দ মঈনুদ্দিন সোহেল, তথ্য গবেষণা সম্পাদক সুহাদ রব চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, মহানগর বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার তুতু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল হাদি মাসুম, কর্মসংস্থান সম্পাদক নুরুল আলম, বিএনপি নেতা এম. মখলিছ খান, আব্দুস সবুর, আলী হোসেন মুক্তার, আজমল হোসেন, আবু শহীদ সমির, ফজলুল হক, আব্দুস সোবহান, আমজাদ হোসেন ও সাবেক ছাত্রদল নেতা ওসমান গণি প্রমুখ।
২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপি : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেটের রেজিস্ট্রারী মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেল অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুস সত্তার। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হক, মহানগর বিএনিপর পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজল উদ্দীন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের আলী মাখন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম রানা, সহ সভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার সহ তিনটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে কাজ করতে হবে। জেলা বিএনপির সকল কর্মসূচীতে দক্ষিণ সুরমা উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সরব উপস্থিতির লক্ষ্যণীয়। রেজিষ্ট্রারী মাঠের সমাবেশেও এর ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি রবিবার ২৪ সেপ্টেম্বর রেজিষ্ট্রারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কীন ব্রিজের মোড়, রেলগেইট, বাবনা পয়েন্ট সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ও জেলা সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ১ম যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, উপজেলা বিএনপি নেতা শাহ মাহমুদ আলী, আজির উদ্দিন আহমদ, শাহেদুল ইসলাম বাচ্চু, এনামুল হক মাক্কু, আশরাফ বাহার, তৌফিক উজায়েব সুহেব, ফখরুল আলম, ফখরুল ইসলাম রুমেল, রুহেল আহমদ কালাম, আজাদ মিয়া, আওলাদ আহমদ, মকসুদুল করিম নোহেল, মস্তাক আহমদ, দিলোয়ার হোসেন, আশিক আহমদ, মামুন আহমদ, ছালেখ আহমদ, জয়নাল আহমদ, শামীম আহমদ নাজির, এনামুল হক, মিনার হোসেন লিটন, রায়হান আলম, হুমায়ুন আহমদ, আবুবকর সিদ্দিকী, আজাদুর রহমান, নিজাম আহমদ, শাহেদ আহমদ, রাব্বি আহমদ, রাজ্জাক আহমদ, সোহানুর রহমান সামাদ, জামিল আহমদ, সুরমান আলী, খালেদ মনি, পাবেল আহমদ, মিজানুর রহমান, সাব্বির আহমদ, ইমন আহমদ, মাহবুব আহমদ ও শিপন আহমদ প্রমুখ।
৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর মদীনা মার্কেট পয়েন্ট সহ আশপাশের এলাকায় ও বিভিন্ন বিপণী বিতানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনটি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের স্থানীয় নেতাকর্মী অংশ নেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সমন্বয়কারী এমদাদ হোসেন চৌধুরী, ৯নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আব্দুল হাদী মাসুম ও ৭নং ওয়ার্ড সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার ও ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম. মখলিছ খান প্রমুখ।