এমসি কলেজের ছাত্রকে মারধরের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

46

স্টাফ রিপোর্টার :
এসমি কলেজ ছাত্রাবাস ভাংচুরের ঘটনার জেরে কুমারগাঁও বাস স্ট্যান্ডে এমসি কলেজ ছাত্র সুমনের উপর হামলাকারী আটক ৬ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার আহত ছাত্র বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি আরো জানান, আটককৃত আসামীদের কোর্টে চালান দেওয়া হয়েছে।
আসামীরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের পুত্র কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুর এলাকার ইলিয়াস মিয়ার পুত্র রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর পুত্র নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের পুত্র সোহাগ মিয়া, দিরাই উপজেলার কাউয়াজুড়ি গ্রামের আকিল আলীর পুত্র সুমন এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যরে পুত্র সৌরভ আচার্য্য।
উল্লে¬খ্য, গত বৃহস্পতিবার সকালে আধিপত্যের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাস ভাংচুর করে ছাত্রলীগ নেতকর্মীরা। ওইদিন দুপুরে কুমারগাঁও বাসস্ট্যান্ডে সুমন নামের শিক্ষার্থী একা পেয়ে হঠাৎ হামলা করে ৬ তরুণ। স্থানীয়দের সহযোগিতায় সুমনকে বাঁচানোর পর তারা হামলাকারী ৬ তরুণকে পুলিশে সোর্পদ করে। আটককৃত ৬ হামলাকারী ছাত্রাবাস ভাংচুরের ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহত সুমন এখন সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।