ঝরে পড়ে বোধ

13

তুহীন বিশ্বাস :

সৃষ্ট কষ্টগুলো অষ্টপ্রহর ধাবিত নষ্ট পথে,
বেদনার নীলে সর্পদেবীর বিষ হার মানে।
অনুভূতি সব পর্যবসিত হয় চৈত্রের খরায়,
বিবেকের পচনে অস্তিত্ব যেন কঙ্কালসার।

শান্ত নদীর অশান্ত ঢেউ যেন এক বিস্ময়!
সুবোধ বালকের বিপ্রতীপ চরিত্রে সংশয়,
অনাকাক্সিক্ষত ঝড়ে ঝরে পড়ে সব বোধ,
সুবেহ-সাদিকে কলুষিত বিধবার সম্ভ্রম।

এলোমেলো কাব্যে চিত্রায়িত জীবনের গল্প
সুখের বিনাশ অসুখে সর্বনাশ! সময়টা অল্প।