জগন্নাথপুরে বিদ্যালয়ের নির্বাচন নিয়ে জটিলতা

26

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ১১২নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন ও দিলাল আহমদ। এতে দিলাল আহমদ পান ৫ ভোট ও গিয়াস উদ্দিন ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা। পরে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দিলাল আহমদ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়ী করে তাঁকে বদলি করার চেষ্টা হচ্ছে বলে স্থানীয়রা জানান। এ খবর ছড়িয়ে পড়লে গত ২ অক্টোবর উপজেলা শিক্ষা কমিটির কাছে প্রধান শিক্ষককে বদলি না করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছানাওর মিয়া লিখিত আবেদন করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জানান, নির্বাচনের ফলাফল আমি নিজে ঘোষণা করেছি। এখন পর্যন্ত নির্বাচনের কোন কাগজপত্র জমা দেয়নি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিন উদ্দিন।