মানবতার মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা সার্বজনীন করতে হবে ————– মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী

217

আন্তর্জাতিক মুফাচ্ছিরে কোরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেছেন, ইহকাল ও পরকালে মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ (সা:)-এর উপর মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করে আল্লাহ তা’আলা উম্মতে মুসলিমকে হেদায়তের পথ দেখিয়েছেন। কিন্তু মুমিন মুসলমানগণ ইসলামী রীতিনীতি থেকে দূরে সরে গিয়ে বিজাতীয় কৃষ্টিকালচার গ্রহণ করায় আজ সমাজ ও রাষ্ট্রে অশান্তি বিরাজমান। মানুষ মরণশীল তাই তাদের জীবন, যৌবন আল্লাহর হুকুম এবং নবীজীর (সা:) তরিকা অনুযায়ী পরিচালনা করতে হবে। সমাজে মুসলমানদের সংখ্যা কম নয়, কিন্তু প্রকৃত ইসলামী অনুকরণকারী ব্যক্তিদের খোঁজে পাওয়া দুষ্কর। মুসলমানদের ঈমান আক্বিদা ও তাহযিব তমদ্দুন ধ্বংসের জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। কালেমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাত ইসলামের মূলস্তম্ভ পালন করা প্রতিটি ঈমানদার মুসলমানদের জন্য যেমন পালনীয় ফরজ। তিনি বলেন, মানবতার মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা সার্বজনীন করতে হবে।
তিনি গত সোমবার রাতে মৌলভীবাজার জেলার খাদিমুল কোরআন পরিষদ শেরপুর আয়োজিত শেরপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন পয়েন্টে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির তাফসীর পেশকালে উপরোক্ত কথাগুলো বলেন। শায়খুল হাদীস হাফিজ মাসউদ আহমদ শায়খে বাঘা’র সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসির মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তাফসরি পেশ করেন শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচুঙ্গী, মাওলানা শায়খ আব্দুল খালিক চলিতাতলী, জামিয়া মাসুমিয়া সিলেটের মুহতামিম হাফিজ মাওলানা নজমুদ্দিন কাসেমী, ঢাকা লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতী মাওলানা সাখাওয়াত হুসাইন, মুফতী মাওলানা আফতাবুজ্জামান মুস্তাফি বাহুবলী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলওয়ার হুসেন, হামরকোনা মাদরাসার পরিচালক মোঃ জুনেদ আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মোঃ আফতাব উদ্দিন, আলহাজ্ব ডাঃ মাহমুদ হোসেন, মোঃ কাউসার আহমদ। তাফসির মাহফিলে আরো যারা সভাপতিত্ব করেন কামারগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ নূরী, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ খালিদুর রহমান ও আজাদ বখত উচ্চ বিদ্যালয় শেরপুরের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা মাহি উদ্দিন কামিল, মাওলানা আব্দুল হাই মাসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি