জগন্নাথপুরে নুর আলীর খুনিদের ফাঁসির দাবিতে সোচ্চার এলাকাবাসী

28

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৬ সেপ্টেম্বর গ্রামের আ’লীগ নেতা ফয়সল মিয়া ও বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৭০ জন আহত হওয়ার ঘটনায় ১২৩ জনকে আসামি করে দুই পক্ষের মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে ঘটনার ১২ দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সল মিয়া পক্ষের বীর মুক্তিযোদ্ধা তছকির আলীর ছেলে নুর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নুর আলীর খুনিদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকাবাসী।
বুধবার স্থানীয় শ্রীধরপাশা গ্রামের মাওলানা মতিউর রহমান, জাহির খান, সুজন মিয়া, নুরুজ্জামান, শিরু মিয়া, ফখরুল মিয়া, রব্বানী মিয়া, রেজওয়ান আহমদ ও কদ্দুছ মিয়া সহ স্থানীয়রা নিহত বীর মুক্তিযোদ্ধার ছেলে নুর আলীর খুনিদের ফাঁসির দাবি জানান। সেই সাথে সংঘর্ষে জাবেদ আলম কোরেশী পক্ষে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার সহ হত্যা মামলার প্রধান আসামি জাবেদ আলম কোরেশীকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।