সিটি কর্পোরেশনের উদ্যোগে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

83

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নারী আইসিটি ফ্রী ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স DSC_0285 copyডিজাইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের পীর হাবিবুর রহমান পাঠাগারে অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এসবিএস এর সমন্বয়কারী শওকত হাসান আখঞ্জী, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কাউছার হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, সিলেট সিটি কর্পোরেশনের লোকার কো-অর্ডিনেটর নিয়াজ মুর্শেদ, ইকবাল হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাছিমা আক্তার মুন্নি, সুমি আক্তার, আমিনা বেগম, আশামোনি খন্দকার, নিলুফা ইয়াসমিন শাম্মি প্রমুখ। বিজ্ঞপ্তি