আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ প্রবীণদের সম্মান শ্রদ্ধা জানানো নৈতিক দায়িত্ব

116

সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেছেন, প্রবীণদের সম্মান শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক Probin shongo Pic 02.10.17.দায়িত্ব। প্রত্যেক সন্তান তার পিতা-মাতা সহ বড়দের শ্রদ্ধার সাথে সম্মান করবে। ঠিক তেমনি ভাবে বড়দের উচিত শিশুদের ¯েœহ মমতা ও ভালোবাসা দেয়া। এর ফলে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী হবে। পারস্পরিক বন্ধন যত আন্তরিক হবে, পরিবার ও সমাজ তত বেশী উপকৃত হবে। তাই আসুন আমরা বয়স বৈষম্য ভুলে একে অপরের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার বন্ধন দৃঢ় করি।
২৭তম অন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গত ১ অক্টোবর রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামীর পথে ঃ প্রবীণের সাথে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীণ হিতৈষী সংঘ সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান।
সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জেসমিন আক্তারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংঘের যুগ্ম সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহীউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সংঘের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মন্নান চৌধুরী, বর্তমান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মোঃ আতাউর রহমান খান শামছু, সংঘের অর্থ সম্পাদক মোস্তফা কামাল, নির্বাহী সদস্য আব্দুল আজিজ চৌধুরী, শিক্ষার্থী শেখ রাফি আহমদ সাদী ও সাদিয়া ইসলাম রিনি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এম.এ রফিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, লায়ন ডাঃ আজিজুর রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস, এডভোকেট আখতার হোসেন খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, হাকীম ফারুক আহমদ নোমান প্রমুখ। এর আগে সংঘের উদ্যোগে ও সিলেটের জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়।
দিবস পালন উপলক্ষে সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ‘পিতা-মাতার প্রতি অতি যতœবানের স্বীকৃতি স্বরূপ নূরুল হাসান চৌধুরীকে মমতাময় ও দেওয়ান এস.এস ফাতেমা রাজা চৌধুরীকে মমতাময়ী পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। সংঘের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন সংঘের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মহীউদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি